Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Assistive Device
Details

উপজেলা নির্বাহী অফিসার, রাজাপুর মহোদয়ের সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হুইল চেয়ার, চশমা, হিয়ারিং এইড, ক্রাচ ইত্যাদি অ্যাসিসিটিভ ডিভাইস প্রদান করা হয়। এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চমৎকার পদক্ষেপ। দেশের প্রতিটি উপজেলায় প্রতি বছর অ্যাসিসটিভ ডিভাইস প্রদান করা হয়। উল্লেখ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক কর্তৃক ডিভাইসপ্রাপ্ত শিক্ষার্থীদের সনাক্ত করা হয়েছে। আজকের এই কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষকমণ্ডলী, ডিভাইস প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


তথ্য প্রদানে:

মো. রিয়াজ আহসান 

সহকারী উপজেলা শিক্ষা অফিসার 

রাজাপুর, ঝালকাঠি। 

Attachments
Publish Date
31/08/2023
Archieve Date
31/08/2048