রাজাপুর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট(বালক-বালিকা) ২০২৪ আয়োজিত হয়েছে। ৮ ও ৯ জুলাই ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রাজাপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মিলন মাহমুদ বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আবদুল্লাহ আল হাসান (বাপ্পী মৃধা) ও মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাসরিন আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান মোহাম্মদ শোয়াইব। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: আকতার হোসেন। উপস্থিত ছিলেন মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: জালাল হাওলাদার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জনাব কৃষ্ণ গোপাল প্রামাণিক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আরজুদা বেগম, জনাব সমীরেন্দু বিশ্বাস ও জনাব মো. রিয়াজ আহসান, বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমণ্ডলী, এসএমসি'র সদস্যবৃন্দ, অভিভাবকগণ, সাংবাদিকগণ এবং টুর্নামেন্টের প্রাণ ক্ষুদে ফুটবলারসহ অন্যান্য সুধীজন। উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ ৩০নং রাজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ৫৬নং আরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এ ২২নং সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ১১নং পশ্চিম নৈকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, উপজেলার ৬টি ইউনিয়ন থেকে চ্যাম্পিয়ন হওয়া ১২টি দল উপজেলা পর্যায়ে অংগ্রহণ করে। অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
তথ্য প্রদানে:
মো: রিয়াজ আহসান
সহকারী উপজেলা শিক্ষা অফিসার
রাজাপুর, ঝালকাঠি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস